সামাজিক সংগঠন এসডিআই ও সুস্থ জীবনের ব্যবস্থাপনায় নতুন বছরের কর্মসূচি পালন
নিজস্ব প্রতিবেদক: অনাড়ম্বর হলেও উৎসবমুখর পরিবেশে সামাজিক সংগঠন এসডিআই ও সুস্থ জীবনের যৌথ ব্যবস্থাপনায় নতুন বছরের কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে এসডিআই-এর একটি বিশেষ আর্থিক পণ্যের উদ্বোধন অনুষ্ঠানও সম্পন্ন হয়। ঢাকার পানশী রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সুস্থ জীবন সংগঠনের সদস্য, তাদের পরিবারবর্গ এবং এসডিআই-এর কর্মকর্তাদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। এ সময় এসডিআই তাদের গ্রাহকদের আর্থিক নিরাপত্তা ও সঞ্চয়ের বিষয়কে গুরুত্ব দিয়ে একটি যুগান্তকারী আর্থিক সেবার ঘোষণা দেয়, যা ২০২৬ সালের পরিবর্তিত অর্থনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুস্থ জীবন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও এসডিআই-এর নির্বাহী পরিচালক সামছুল হক। এতে বক্তব্য রাখেন এসডিআই-এর সিনিয়র সহকারী পরিচালক মুহীদ তানজিম হক, পরিচালক মো. কামরুজ্জামান, সুস্থ জীবন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শংকর বিকাশ সাহা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিল্পপতি, মজুমদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সুস্থ জীবন সংগঠনের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন মজুমদার, সাবেক অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস, যমুনা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহম্মেদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ও গণ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি অধ্যাপক ড. আবুল হোসেন।
বক্তব্যে মির্জা ইলিয়াস উদ্দিন আহম্মেদ দারিদ্র্য বিমোচন ও তৃণমূল পর্যায়ে এনজিওগুলোর আর্থিক সেবার ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় সীমিতসংখ্যক মানুষ ঋণ সুবিধা পেয়ে ঋণখেলাপির মাধ্যমে সাধারণ আমানতকারীদের ঝুঁকিতে ফেলছে। অন্যদিকে এনজিওগুলো সাধারণ মানুষের আর্থিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে। তিনি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কৃষিখাতে ব্যাংকের মোট ঋণের ২ দশমিক ৫ শতাংশ বিতরণের বাধ্যবাধকতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
অন্যান্য বক্তারা বলেন, সুস্থ জীবন একটি সামাজিক সংগঠন হিসেবে নিয়মিত স্বাস্থ্যচর্চার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটি বন্যা, শীতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আর্থিক সহায়তা প্রদান করে আসছে।
অনুষ্ঠানে এসডিআই-এর সিনিয়র পরিচালক, সহকারী পরিচালকসহ সাভার ও ধামরাই অঞ্চলের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সুস্থ জীবন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এসডিআই-এর পক্ষ থেকে কেক কাটা হয় এবং উপস্থিত সবার মাঝে নতুন বছরের ডায়েরি, ক্যালেন্ডারসহ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিআলো/ইমরান



