সারাদেশে আইন-শৃঙ্খলার অবনতি; মাদারীপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল
প্রশাসনের নির্লিপ্ততা ও ষড়যন্ত্রের প্রতিবাদে স্লোগানে মুখরিত শহর
মো. হেমায়েত হোসেন খান, মাদারীপুর: সারাদেশে আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদ এবং সরকার ও প্রশাসনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক’ আচরণের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে মাদারীপুর জেলা শ্রমিক দল।
মঙ্গলবার সকালে শহরের পূর্ব রাস্তি এলাকা থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাদামতলায় গিয়ে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় একটি সংক্ষিপ্ত সমাবেশ।
মিছিলে নেতৃত্ব দেন সদর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি জহির মৃধা। অংশগ্রহণ করেন জেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক আঃ লতিফ মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ ও হুমায়ুন মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক বাচ্চু হাওলাদার, সাবেক সদস্য বাবুল বেপারী এবং শ্রমিক নেতা দেলোয়ার হোসেন ভূঁইয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রশাসনের নির্লিপ্ত ভূমিকা ও ক্ষমতাসীনদের ষড়যন্ত্রের কারণে দেশে অস্থিরতা তৈরি হচ্ছে। জহির মৃধা বলেন, “বাংলাদেশে কোনো ষড়যন্ত্র করে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না। যারা এই ষড়যন্ত্র করছে, তারা ভুল করছে। আমরা চাই, তারা সেই ভুল থেকে ফিরে আসুক।”
তিনি আরও বলেন, “সারা দেশের শ্রমিকরা নির্বাচন চায়। মাদারীপুরবাসীর পক্ষ থেকেও আমরা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানাচ্ছি। বর্তমান সরকার নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুক—এটাই জনগণের প্রত্যাশা।”
বিক্ষোভ মিছিল ও সমাবেশে কর্মীদের মাঝে ছিল ব্যাপক উদ্দীপনা। তারা হাতে বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড ও শ্লোগানে শ্লোগানে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
বিআলো/তুরাগ