সারাদেশে খুন, চাঁদাবাজি ও ধর্ষণের প্রতিবাদে মাগুরায় গণকমিটির বিক্ষোভ সমাবেশ
এস এম শিমুল রানা, মাগুরা প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে দেশে খুন, চাঁদাবাজি, ধর্ষণ ও মব সন্ত্রাসের উদ্বেগজনক বৃদ্ধি এবং এসব অপরাধের বিচারহীনতার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ জুলাই) সকাল ১১টায় শহরের চৌরঙ্গী মোড়ে গণকমিটি মাগুরা জেলা শাখার আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু, সদস্য কাজী জান্নাতুন নূর, বাসারুল হায়দার বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা ও মসজিদের ইমামের ওপর হামলার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তারা অভিযোগ করেন, গত ছয় মাসে দেশে ধর্ষণের শিকার হয়েছেন ৪৮১ জন নারী এবং ৩২০ জন নারীকে হত্যা করা হয়েছে। এছাড়া গত দশ মাসে বিভিন্ন এলাকায় মব গঠন করে হুজুগ তুলে অন্তত ১৭২ জন মানুষকে হত্যা করা হয়েছে—যা দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এসেছে।
বক্তারা আরও বলেন, এই নির্মম ঘটনাগুলো দিন দিন বেড়েই চলেছে। সরকার একদিকে এসব ঘটনায় কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, অন্যদিকে মব সন্ত্রাসকে স্বাভাবিক করে প্রেশার গ্রুপ হিসেবে চিহ্নিত করছে, যার ফলে মব আরও উৎসাহিত হচ্ছে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে খুন, ধর্ষণ ও মব সন্ত্রাসের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সঙ্গে সারাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার প্রক্রিয়ার দ্রুততা ও জননিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়।
বিআলো/এফএইচএস