সারাদেশে শীতের তীব্রতা ও ঘন কুয়াশার আভাস
dailybangla
25th Dec 2025 3:05 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে রাতের শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অফিসের ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, বিশেষ করে উত্তরাঞ্চল ও নদীবিধৌত এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে কার্যকর এই পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে দেশের আবহাওয়া শুষ্ক থাকলেও তাপমাত্রা হ্রাসের প্রবণতা অব্যাহত থাকবে।
প্রথম দিনে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। পরবর্তী কয়েক দিনেও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে বলে ধারণা করা হচ্ছে। পঞ্চম দিনের দিকে রাতের তাপমাত্রা আরও কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিআলো/শিলি



