সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত
dailybangla
04th Nov 2025 9:42 pm | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক: দেশের দুটি স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন প্রাণ হারিয়েছেন। নোয়াখালীর কবিরহাটে ট্রাকচাপায় ছয়জন ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
নোয়াখালীর কবিরহাটে গত মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে বসুরহাট-কবিরহাট সড়কের ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনে একটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ ঘটে। অটোরিকশায় থাকা ছয় যাত্রী নিহত হয়েছেন। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়, হাসপাতালে নেওয়া হলে আরও দুইজন মারা যান। পুলিশের মাধ্যমে ট্রাক জব্দ করা হয়েছে।
অপরদিকে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের কদমতলী এলাকায় দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
উভয় ঘটনায় মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়।



