• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সালতামামি ২০২৫: আন্দোলন, সংঘর্ষ, সংস্কার ও ক্রীড়ার বছর বরিশাল 

     dailybangla 
    31st Dec 2025 10:55 pm  |  অনলাইন সংস্করণ

    বছরজুড়ে বরিশালের আলোচিত যত ঘটনা

    এইচ আর হীরা: ২০২৫ সালে বরিশাল জেলা ছিল রাজনৈতিক উত্তেজনা, সামাজিক আন্দোলন, স্বাস্থ্যখাত সংস্কার, শিক্ষার্থী ও যুবক সংঘর্ষ, অপরাধ এবং ক্রীড়া আনন্দের কেন্দ্র। বছরের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জাতীয় সংবাদপত্র ও অনলাইন পোর্টালে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। এমন আলোচিত ঘটনা তুলে ধরা হলো-

    ১. স্বাস্থ্যখাত সংস্কার ও ‘বরিশাল ব্লকেড’

    আগস্ট ২০২৫-এ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালকে কেন্দ্র করে শুরু হয় ‘স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন’। শিক্ষার্থী ও সাধারণ নাগরিকরা তিন দফা দাবিতে ১০ আগস্ট থেকে ‘বরিশাল ব্লকেড’ কর্মসূচি পালন করেন। আন্দোলনের একপর্যায়ে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি এবং দুই পক্ষের সংঘর্ষে আন্দোলনকারী নেতা মহিউদ্দিন রনিসহ অন্তত ১০ জন আহত হন। এই আন্দোলনের ফলে হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রশাসনিক রদবদল আনা হয়।

    ​২. ছাত্রদল নেতা রবিউল ইসলাম হত্যাকাণ্ড

    হত্যাকাণ্ডের শিকার রবিউল ইসলাম মূলত ছাত্রদলের নেতা ছিলেন (বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি)। ১৭ নভেম্বর ২০২৫ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে আনন্দ মিছিলে মিষ্টি বিতরণ নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনাটি স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।

    ৩. ডেঙ্গু’র প্রকোপ

    চলতি বছরে বরিশাল জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য এবং স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বরিশাল জেলার ডেঙ্গু আক্রান্ত হয় ১,৭১৮ জনের বেশি এবং ২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। ২০২৫ সাল স্পষ্ট করেছে, ডেঙ্গু আর মৌসুমি রোগ নয়। এটি স্থায়ী জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। প্রস্তুতির ঘাটতি, সমন্বয়ের অভাব এবং প্রতিক্রিয়াশীল ব্যবস্থা আগামী বছরও বিপদ ডেকে আনতে পারে।

    ৪. বিপিএল ২০২৫: ফরচুন বরিশালের জয়জয়কার

    ক্রীড়াঙ্গনে ২০২৫ সাল ছিল বরিশালের জন্য শ্রেষ্ঠত্বের বছর। ৭ ফেব্রুয়ারি ২০২৫-এ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল শিরোপা জেতে ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে এই জয় বরিশালবাসীকে উল্লাসে ভাসায়। তবে ২০২৬ সালের আসরে ফ্র্যাঞ্চাইজিটির অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা ও প্রস্তুতির অভাব নিয়ে সামাজিক মাধ্যমে যে আলোচনা চলছে, তা ক্রীড়াপ্রেমীদের মধ্যে কিছুটা হতাশা তৈরি করেছে।

    ৫. ধর্ষণ বিরোধী সংগঠকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

    ডিসেম্বরে দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমে স্থান পায় বরিশালের ধর্ষণ বিরোধী মঞ্চের সদস্য সচিব সুহানের বিরুদ্ধে সংগঠনটির আহবায়ক সুলাইমা জান্নাত শিফার দায়ের করা ধর্ষণ মামলার খবর। এই ঘটনা সামাজিক যোগাযোগের মাধ্যমেও বেশ তোলপাড় সৃষ্টি করে। সিফা দাবী করেন বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়, আর সুহানের দাবী সাংগঠনিক বিরোধের জের ধরে তার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। অবশ্য সুহান ও শিফা দুজনেই জুলাই আন্দোলনের সমন্বয়ক।

    ৬. বাবুগঞ্জে নিজ এলাকায় এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ লাঞ্চিত:

    বাবুগঞ্জে এবি পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার ফুয়াদকে লাঞ্চিত ও হামলার চেষ্টা করা হয়। এঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল ও জাতীয় সংবাদে গুরুত্ব পায়।

    ৭. ধর্ষণ ও হত্যার মামলার রায়

    ২০১৩ সালের ধর্ষণ ও হত্যার মামলায় অভিযুক্ত দুইজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মামলাটিতে অভিযুক্তরা ধর্ষণের পর হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন। আদালতের রায় ঘোষণার পর বিষয়টি জাতীয় সংবাদমা গুরুত্ব পেয়েছে।

    ৮. আদালত চত্বরে সাংবাদিকের উপর হামলা

    বরিশাল কোর্ট প্রাঙ্গণে সংবাদ সংগ্রহকালে বিএনপি সমর্থিত কয়েকজনের হামলার শিকার হন এন আমিন রাসেল নামের এক সংবাদকর্মী। এসময় তার মটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। যা সংবাদপত্র ও অনলাইন মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়।

    ৯. পরিবহন শ্রমিক ও শিক্ষার্থী সংঘর্ষ

    পরিবহন শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধর্মঘট। শহরের সড়কে গাড়ি চলাচল ব্যাহত হয়। শিক্ষার্থীরা পরিবহন ভাড়ার মূল্য নিয়ে আন্দোলন চালায়। সংঘর্ষে কয়েকজন আহত হন। এই সংঘর্ষে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয় বলে দাবি করেন শ্রমিক ইউনিয়নের সংগঠনগুলো।

    ১০. হানি ট্র্যাপ বা প্রেম ফাঁদ চক্র

    নগরীর ভাটার খাল এলাকায় একটি অনলাইন পত্রিকার অফিসে হানি ট্র্যাপ চক্রের সদস্যদের হাতে বেল্লাল নামের এক যুবকের মৃত্যুতে আলোচনায় আসে হানি ট্র্যাপ চক্রের বিষয়। পরবর্তীতে, ঐ ঘটনা সামাজিক মিডিয়ায় ভাইরাল ভিডিও এবং পুলিশ অভিযানে হানি ট্র্যাপ চক্রের কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়। বিষয়টি স্থানীয় ও অনলাইন মিডিয়ায় আলোচিত হয়। এছাড়া হানি ট্র্যাপের অভিযোগে পৃথক কয়েকটি ঘটনায় কয়েকজনকে আটক করা হয়।

    ১১. অস্ত্র মহড়া ও যৌথ বাহিনীর অভিযান

    ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বরিশাল নগরীর খালেদাবাদ রিফিউজি কলোনি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে পিস্তল নিয়ে মহড়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।​ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পুলিশ ও যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে এবং কয়েকজনকে অস্ত্রসহ আটক করে। এটি নগরবাসীর নিরাপত্তাহীনতার উদ্বেগ বাড়িয়ে দেয়।

    ১২. বরিশালে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা ও ইতিহাসে রেকর্ড

    শীত বর্ষা মৌসুমে বরিশাল শহরে সামান্য ভারী বৃষ্টিপাতে শহরের বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা নগরবাসীর দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে। বিশেষ করে বটতলা, বোগুরা রোডসহ কেন্দ্রীয় সড়কগুলোতে বৃষ্টি থামার পরেও পানি নেমে যাওয়া হয়নি। ফলে যানজট, যাত্রীদের ভোগান্তি ও পথচারীদের চলাচলে অসুবিধা দেখা দেয়।

    ১৩. রেকর্ড শীতের মৌসুম

    ২০২৫ সালের শেষের দিকে বরিশালের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেছে, যার ফলে শীতের মৌসুমে রেকর্ড নিম্ন তাপমাত্রা অনুভূত এবং ঘন কুয়াশার সৃস্টি হয়েছে। ঘন কুয়াশায় গত (২৫ ডিসেম্বর) বৃহস্পতিবার চাঁদপুরের হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে অ্যাডভেঞ্চার-৯ ও জাকির সম্রাট-৩ নামে দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ডিসেম্বরে তাপমাত্রা প্রায় ১২–১৩ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে গেছে, যা স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্য কম। এই শীতে নগরবাসীর মধ্যে শীতজনিত অসুস্থতা ও কুয়াশায় ভোগান্তি লক্ষ্য করা গেছে, বিশেষ করে সকালে স্কুল‑ক্যাম্পাস ও বাজারে মানুষ ঘন কুয়াশা ও ঠান্ডায় কষ্ট পাচ্ছে।

    বছরের শেষের দিকে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আলোচনা চলে চায়ের দোকান থেকে সর্বত্র। আলোচনায় ছিলো বৃহত্তর বরিশালের সন্তান ওসমান বিন হাদির মৃত্যুর ঘটনায় বিচারের দাবীতে আন্দোলন। এছাড়া বছরজুড়ে বরিশালে আরও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। বরিশালে ২০২৫ সাল বরিশালের আলোচনায় আন্দোলন, সংঘর্ষ, স্বাস্থ্যখাত সংস্কার, অপরাধ, রাজনৈতিক অস্থিরতা এবং ক্রীড়া আনন্দের কেন্দ্রবিন্দু। এই সংকলন পাঠককে এক নজরে পুরো বছরের গুরুত্বপূর্ণ ঘটনা ও প্রবণতা বোঝার সুযোগ দেয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031