• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সালমান শাহ হত্যা মামলা: এবার শাশুড়ির বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা 

     dailybangla 
    31st Oct 2025 9:43 am  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: সালমান শাহ হত্যা মামলার তদন্তে গতি বাড়তেই আসামিদের দেশত্যাগ রোধে আরও কড়া অবস্থান নিলো আদালত। সামিরা হক ও ডনের পর এবার নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হলেন নায়কের শাশুড়ি লতিফা হক লিও ওরফে লুসি।

    বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এই আদেশ দেন। আদালতের নির্দেশে রমনা থানা সকল বিমানবন্দর ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দিয়েছে।

    তার আগে ২৭ অক্টোবর একই মামলার দুই আসামি- সামিরা হক ও অভিনেতা আশরাফুল হক ডনের বিদেশযাত্রা নিষিদ্ধ করা হয়। তিনজনের বিরুদ্ধে একই ধরনের আদেশে মামলার সংবেদনশীলতা আরও স্পষ্ট হয়েছে।

    তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আদালতের নির্দেশে মামলাটি পুনরায় তদন্তাধীন। নতুন তথ্য, সাক্ষ্য ও প্রমাণ যাচাইয়ে কাজ চলছে। সীমান্ত এলাকায়ও সতর্কতা বাড়ানো হয়েছে, যাতে কোনো আসামি দেশ ছাড়তে না পারেন।

    উল্লেখ্য, গত ২০ অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। এরপর ২৪ ঘণ্টার মধ্যে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে; প্রধান আসামি সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক।

    আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তদন্তের অগ্রগতি অনুযায়ী পর্যায়ক্রমে আরও পদক্ষেপ নেওয়া হবে।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031