• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সালমান শাহ হত্যা মামলা: ২৯ বছর পর নতুন আসামি ১১ জন 

     dailybangla 
    21st Oct 2025 6:00 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: ১৯৯৬ সালে ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার হওয়ার পর দীর্ঘদিন অপমৃত্যু মামলা হিসেবে চলা এই হত্যা মামলা এখন নতুন ধাপে প্রবেশ করল। আদালতের নির্দেশে তার মা নীলা চৌধুরীর আবেদন মঞ্জুর হয়ে মামলায় নতুন আসামি অন্তর্ভুক্ত করা হয়েছে।

    মঙ্গলবার (২১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর রমনা থানায় এজাহার দায়ের করা হয়। রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এজাহার মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    মামলার এজাহারে মোট ১১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে রয়েছে সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজন। এছাড়া অজ্ঞাতনামা আরও কিছু ব্যক্তির নামও উল্লেখ করা হয়েছে।

    ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক বলেন, মামলার পুনঃতদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। নীলা চৌধুরীর রিভিশন আবেদনের ভিত্তিতে এই হত্যা মামলা আগের অবস্থান থেকে এগোচ্ছে।

    ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকায় ইস্কাটনের বাসায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরে চূড়ান্ত প্রতিবেদনে জানান, তিনি আত্মহত্যা করেছেন। তবে সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই বিশ্বাস করেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031