সালাহর গোলে রক্ষা পেল মিশর
dailybangla
24th Dec 2025 9:59 am | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: আফ্রিকা কাপ অব নেশনসের প্রথম ম্যাচেই উত্তেজনাপূর্ণ জয় পেয়েছে মিশর। যোগ করা সময়ের গোলে দলকে রক্ষা করেছেন তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। আগাদিরে ‘বি’ গ্রুপের ম্যাচে জিম্বাবুয়েকে ২-১ গোলে হারিয়েছে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরুতেই চমক দেয় র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা জিম্বাবুয়ে। ২০ মিনিটে প্রিন্স দুবের গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে ওমর মারমুশ গোল করে মিশরকে সমতায় ফেরান।
নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে গোল করে জয় নিশ্চিত করেন সালাহ। ম্যাচজুড়ে একাধিক সুযোগ নষ্ট করলেও শেষ পর্যন্ত আক্রমণের ধার বজায় রাখে মিশর।
জয়ের পর কোচ হুসাম হাসান বলেন, প্রথম ম্যাচ সব সময়ই কঠিন, তবে দল ভালো খেলেছে এবং জয় প্রাপ্য ছিল।
বিআলো/শিলি



