• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সালাহ্উদ্দিন লাভলুর নতুন ধারাবাহিক ‘ফুলগাঁও’তে তারা 

     dailybangla 
    18th Aug 2025 3:03 pm  |  অনলাইন সংস্করণ

    অভি মঈনুদ্দীন: গ্রামীন পটভূমির গল্পে নাটক নির্মাণে সালাহ্উদ্দিন লাভলু অদ্বিতীয়। গ্রামীন জীবনের গল্পের নাটক নির্মাণ করেই তিনি এই দেশের কোটি কোটি মানুষের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। একজন নির্মাতা হিসেবেই সালাহ্উদ্দিন লাভলু ভীষণ জনপ্রিয়। অভিনেতা হিসেবেও তিনি তার অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করেছেন। বাংলাদেশের আজ অবধি নির্মাণে এবং অভিনয়ে সালাহ্উদ্দিন লাভলুর বিকল্প কেউ তৈরি হতে পারেননি। এরইমধ্যে তিনি চ্যানেল আইতে প্রচারের জন্য মাসুম রেজা রচিত ‘ফুলগাঁও’ নামের নতুন একটি ধারাবাহিক নাটক নিয়ে নাটক নির্মাণ করছেন।

    ফুলের গাঁওয়ের গল্প নিয়েই নির্মিত হচ্ছে ‘ফুলগাঁও’ ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, আখম হাসান, আরফান আহমেদ, রওনক হাসান, সিনথিয়া ইয়াসমিন, তাসদিক নমিরা আহম্মেদ’সহ আরো অনেকে। এরইমধ্যে কয়েক লটের কাজ শেষ করেছেন সালাহ্উদ্দিন লাভলু, এমনটাই জানালেন তিনি। নাটকে যাকাত আলী চরিত্রে অভিনয় করছেন আরফান আহমেদ, রাকাত আলী চরিত্রে অভিনয় করছেন আখম হাসান, মালা চরিত্রে অভিনয় করছেন নমিরা ও হেপী চরিত্রে অভিনয় করছেন সিনথিয়া। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আখম হাসান বলেন, ‘শ্রদ্ধেয় লাভলু ভাইয়ের নির্দেশনায় আমি নাটকে অভিনয় করছি প্রায় দুই দশক ধরেই। যার কারণে লাভলু ভাইয়ের টিউনের সঙ্গে আমি পরিচিত। লাভলু ভাই যে টোনে সাধারণত কাজ করে থাকেন সেই টোনেই তিনি ফুলগাঁও নির্মাণ করছেন। কোথাও তিনি কোনো ধরনেরই ছাড় দিচ্ছেন না। সত্যি বলতে কী লাভলু ভাইয়ের সেট এ কাজ করলে মনে হয় না যে শুটিং করতে এসেছি। মনে হয় যেন পারিবারিক কোনো আড্ডা দিতেএ এসেছি। তো ফুলগাঁও করতে এসে আমার ঠিক তেমনই মনে হয়েছে। ফুলগাঁও আসলে আমাদের সবার মিলন মেলাও বলা চলে।

    পারিবারিক একটা বন্ধনের সৃষ্টি হয় বলেই লাভলু ভাইয়ের নাটক প্রাণবন্ত হয় এবং দর্শকের হৃদয় ছুঁয়ে যায়।’ আরফান আহমেদ বলেন, ‘লাভলু ভাইয়ের কাজ মানেই আনন্দ, একটা গুড মুডে থাকা সবসময়। লাভলু ভাইয়ের নির্দেশনায় কাজ করতে আসা মানেই হলো এখানে নতুন কিছু শিখবো। লাভলু ভাই মানেই হলো একজন শিক্ষক, লাভলু ভাইয়ের নির্দেশনায় মানেই হলো প্রতিটি দৃশ্য নিজেকে বুঝতে হবে-নিজের ভেতর লালন করে তারপরেই অভিনয় করতে হবে। এখানে তাড়াহুড়ার কিছু নাই। লাভলু ভাইয়ের কাজ মানেই অপেক্ষায় থাকা একটি ভালো কাজ প্রচারের।’ সিনথিয়া বলেন, ‘আমার সৌভাগ্য হয়েছে লাভলু ভাইয়ের নির্দেশনায় বেশ কিছু ধারাবাহিক ও খণ্ড নাটকে অভিনয় করার। অভিনয়ে তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তার নির্দেশনায় কাজ করতে পারাটা আমার জন্য পরম সৌভাগ্যের।’ নমিরা বলেন, ‘এবারই প্রথম সুযোগ হলো লাভলু ভাইয়ের নির্দেশনায় অভিনয় করার।তার নির্দেশনায় কাজ করে ভীষণ ভালোলাগছে এবং আমি নতুন কিছু শিখছি। বিশেষ করে কুষ্টিয়ার ভাষায়টা শিখছি আমি।’

    বিআলো/ইমরান

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930