• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সাংবাদিক-পুলিশের যৌথ প্রচেষ্টায় ডিএমপির কদমতলী থানায় হারানো মোবাইল উদ্ধার 

     dailybangla 
    18th Mar 2025 5:15 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ডিএমপির কদমতলী থানার পুলিশ কর্মকর্তা এ.এস.আই মিঠুন চন্দ্র ঘোষ ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার অনলাইন ইনচার্জ ইবনে ফরহাদ তুরাগ এর যৌথ সহযোগীতায় বগুড়া থেকে হারিয়ে যাওয়া মোবাইল (রেডমি নাইন আই) এনড্রোয়েড ফোন রাজবাড়ী থেকে উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিয়েছে কদমতলী থানা পুলিশ।

    সোমবার (১৭ই মার্চ) সন্ধ্যায় কদমতলী থানার সম্মেলন কক্ষে এই মোবাইলটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হারিয়ে যাওয়া মোবাইল ফোনের কর্নধার জিডির আবেদনকারী মো. খাজা ময়েনউদ্দিনের ভাই ওমর পারভেজ, দৈনিক আলোর জগত পত্রিকার সিনিয়র করেসপনডেন্ট এন.এস অর্ণব সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

    মোবাইল উদ্ধার প্রসঙ্গে এ.এস.আই মিঠুন চন্দ্র ঘোষ বলেন, দেশের বিভিন্ন থানায় প্রতিদিন মোবাইল হারানোর জিডি হয়। জিডি নিয়ে নিয়মিত কাজ করে থাকে আমাদের থানা পুলিশের দুইটি চৌকস টিম। সেই জিডিগুলোর পরিপ্রেক্ষিতে সাইবার ক্রাইম মনিটরিং সেল থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে সাংবাদিক তুরাগ ভাইয়ের সহযোগীতায় উক্ত মোবাইল ফোনটি উদ্ধার করি।

    সাংবাদিক ইবনে ফরহাদ তুরাগ বলেন, আমি খুবই আনন্দিত এই কাজটি করতে পেরে। হারানো কোন কিছু ফিরে পেয়ে মানুষ যে আনন্দ পায় এটাই আমার প্রাপ্তি, আমার সাফল্য।

    হারানো মোবাইল ফিরে পেয়ে মো. খাজা ময়েনউদ্দিন বলেন, গত বছর ২৬ মার্চ বগুড়ার শাহজাহানপুর থানাধীন মাঝিরা বাজার হতে বনানী বাজারে যাওয়ার পথে আমার মোবাইল ফোনটি হারিয়ে যাওয়ার পর ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। তারপরও লোকজনের কথায় জিডি করি। আজ পুলিশ ও সাংবাদিকের যৌথ প্রচেষ্টায় ফোনটি ফিরে পেলাম। খুবই ভালো লাগছে পুলিশের এ ধরনের ভালো কাজ দেখে। কৃতজ্ঞতা জানাই সেই সাংবাদিক ও বাংলাদেশ পুলিশকে।

    কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব জানান, বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া ও হারিয়ে যাওয়া মোবাইলের জিডির সূত্র ধরে এ বছর বিগত ৭৬ দিনে ১১৩ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে কদমতলী থানা পুলিশ। জিডি সংক্রান্ত বাকি মোবাইলগুলো উদ্ধারের কাজ চলমান রয়েছে। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

    বিআলো/নিউজ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031