• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সাহসী ও দ্রুত সংস্কার অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারে 

     dailybangla 
    17th Jul 2025 11:04 am  |  অনলাইন সংস্করণ

    বিআলো প্রতিবেদক: বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট বলেছেন, বাংলাদেশের সাহসী ও দ্রুত সংস্কার অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারে। বুধবার বাংলাদেশে প্রথম সরকারি সফর শেষে এ কথা বলেন তিনি।

    জুট আরও বলেন, বিশ্বব্যাংকের উন্নয়ন অগ্রাধিকার পূরণে সহায়তা করার এবং বাংলাদেশের জনগণকে সহায়তা করার অব্যাহত থাকবে। জুট অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন এবং অর্থনৈতিক স্থিতিস্থাপকতার ভিত্তি তৈরি এবং সরকারি প্রতিষ্ঠানগুলিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির জন্য প্রয়োাজনীয় গুরুত্বপূর্ণ সংস্কার হাতে নেওয়ায় সরকারের প্রশংসা করেছেন। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে জুট বাংলাদেশে চলমান এবং পরিকল্পিত বিশ্বব্যাংক সহায়তা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন। দেশের জরুর প্রয়োজনের প্রতি সাড়া দিয়ে বিশ্বব্যাংক গত অর্থবছরে স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন এবং সামাজিক সুরক্ষা সহ প্রয়েজনীয় পরিষেবা উন্নত করতে অবকাঠামো এবং পরিবেশগত টেকসইতা বৃদ্ধি করতে এবং আর্থিক ও সরকারি খাতের সংস্কারকে সমর্থন করার জন্য ৩ বিলিয়ন ডলারেরও বেশি প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান।

    তিনি বলেন, আমি বাংলাদেশে ফিরে আসতে পেরে আনন্দিত, যেখানে জনগণ, বিশেষ করে তরুণরা একটি উন্নত ভবিষ্যতের জন্য দৃঢ়প্রতিজ্ঞ। বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করতে সাহায্য করেছে এবং আমরা দেশকে অর্থনৈতিক ও জলবায়ু স্থিতিস্থাপকতা তৈরিতে, বেসরকারি বিনিয়োগকে সক্রিয় করতে এবং অর্থপূর্ণ কাজের সুযোগ তৈরিতে সহায়তা করে যাব।

    সফরকালে জুট অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূতসহ পাশাপাশি অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031