সিইউএফএলে বেতন বৈষম্য দূর ও গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ
কে.ডি পিন্টু, চট্টগ্রাম দক্ষিণ : ‘এক কর্পোরেশন, এক পে-স্কেল’ বাস্তবায়ন এবং কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রিত সারে উৎপাদনকারী প্রতিষ্ঠান সিইউএফএলে শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
গত শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। কারখানার প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত সমাবেশে শত শত শ্রমিক-কর্মচারী অংশ নেন।
সিবিএ আইন বিষয়ক সম্পাদক আনিসুর রহমান জুয়েলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিবিএ ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান রানা, সিবিএ নেতা আরিফুর রহমান, জালাল আহমেদ, সাকিব আরমান প্রমুখ।
বক্তারা বলেন, একই করপোরেশনের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেতন-ভাতায় বৈষম্য গ্রহণযোগ্য নয়। তাই ‘এক কর্পোরেশন, এক পে-স্কেল’ নীতির দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি সিইউএফএলে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা, পে কমিশনভুক্ত শ্রমিকদের মতো জাতীয় মজুরি কমিশনভুক্তদের ৫% প্রণোদনা এরিয়া ও ১৫% বিশেষ সুবিধা কার্যকর করা, শ্রমিক-কর্মচারীদের প্রমোশন, উচ্চতর গ্রেড এবং লাম্পগ্রান্ট বাস্তবায়নসহ বিভিন্ন দাবি তারা তুলে ধরেন।
এ সময় সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সমাবেশে উপস্থিত হয়ে শ্রমিকদের দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করেন। তিনি বলেন, “শ্রমিক-কর্মচারীরা কারখানার প্রাণ। তারা সন্তুষ্ট না থাকলে কারখানা সঠিকভাবে চলতে পারে না। তাদের দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমি পদক্ষেপ নেব।”
বিআলো/ইমরান



