• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সিইউকেসি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন নাট্যকার ড. মুকিদ চৌধুরী 

     dailybangla 
    19th Dec 2025 6:17 pm  |  অনলাইন সংস্করণ

    মঞ্চনাটকে বিশেষ অবদানের স্বীকৃতি

    নিজস্ব প্রতিবেদক: মঞ্চনাটকে বিশেষ অবদানের জন্য কুমিল্লা কবি পরিষদ (সিইউকেসি) সাহিত্য পুরস্কার ২০২৫-এ ভূষিত হয়েছেন বিশিষ্ট নাট্যকার ও গবেষক ড. মুকিদ চৌধুরী। গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কারের ঘোষণা দেন সিইউকেসির প্রতিষ্ঠাতা সভাপতি আর. মজিব ও বর্তমান সভাপতি আবদুল লতিফ।

    এ প্রসঙ্গে আর. মজিব জানান, ২০২২ সাল থেকে সাহিত্যের বিভিন্ন শাখায় গুণীজনদের সম্মাননা ও সাহিত্য পুরস্কার প্রদান করে আসছে কুমিল্লা কবি পরিষদ। এরই ধারাবাহিকতায় চলতি বছরে মঞ্চনাটকে অসামান্য ও দীর্ঘমেয়াদি অবদানের স্বীকৃতিস্বরূপ নাট্যকার ড. মুকিদ চৌধুরীকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ ঢাকায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে সাহিত্য পুরস্কার ও অর্থ সম্মাননা তুলে দেওয়া হবে।

    পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় বাংলা মুভমেন্ট থিয়েটার শিল্পশৈলীর জনক ড. মুকিদ চৌধুরী বলেন, “মঞ্চনাটক আমাকে ভীষণভাবে টানে। ১৯৯৬ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমি নিয়মিতভাবে মঞ্চনাটক নিয়ে কাজ করছি। বাংলাদেশ, ভারত ও গ্রেট ব্রিটেনে আমার নাটক মঞ্চস্থ হয়েছে। ব্যক্তিগতভাবে আমি নবধারার বাংলা মুভমেন্ট থিয়েটার শিল্পশৈলীর প্রতি বিশেষভাবে আকৃষ্ট।”

    তিনি আরও বলেন, “এই শিল্পশৈলীর মূল লক্ষ্য হলো—যারা কখনো মঞ্চনাটকের সঙ্গে যুক্ত ছিলেন না, তাদের সহজ ও স্বতঃস্ফূর্তভাবে নাট্যপরিবেশনার সঙ্গে সম্পৃক্ত করা। কুমিল্লা কবি পরিষদ (সিইউকেসি) সাহিত্য পুরস্কার ও সম্মাননা-২০২৫ আমাকে বাংলা মুভমেন্ট থিয়েটার নিয়ে আরও নতুন ও সৃজনশীল কাজ করতে অনুপ্রাণিত করবে।”

    প্রসঙ্গত, দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী ও রত্নগর্ভা শিরীণ চৌধুরীর কনিষ্ঠ সন্তান নাট্যকার ড. মুকিদ চৌধুরী। তিনি একাধারে বিজ্ঞানী, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, নাট্যকার ও কবি। বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে তাঁর পদচারণা। তার সৃষ্টিকর্মের মধ্যে উল্লেখযোগ্য হলো- নাট্যোপন্যাস ও নাটক: অষ্টমবসু – দ্যু : দেবব্রত ভীষ্ম; যোদ্ধা; আটই ফাল্গুন; অশোকানন্দ; কর্ণপুরাণ; গোমতীর উপাখ্যান; তারকাঁটার ভাঁজে; রাজাবলি; চম্পাবতী; ফুলবউ; জলের ভেতর জলের বিসর্জন; অপ্রাকৃতিক প্রকৃতি; গালিব কিংবা আসাদ; কলকাতায় মির্জা গালিব; কবিকথন; অপূর্ণতার পরিপূর্ণতা; পঞ্চপুরাণ; পঞ্চবেদ; পঞ্চবিন্দু ইত্যাদি।

    গল্পসম্ভার: তৃষিত তিথি; তীরের বৃক্ষরাজি; কস্তুরী গন্ধ; খুঁত। কাব্যসম্ভার: অনাহূত অতিথি; বিষের বিন্দু; কাব্যসংগ্রহ ১; রাজা গৌড় গোবিন্দ; গঙ্গাঋদ্ধির নারীবৃন্দ। গবেষণা: ইতালি : আদ্যন্ত ইতিহাস; জার্মানি : অতীত থেকে বর্তমান; জার্মান সাহিত্য : প্রারম্ভ থেকে অধুনা; ইংল্যান্ড : সংক্ষিপ্ত ইতিহাস; ফরাসি বিপ্লব (১৭৮৯-১৭৯৯); নেপোলিয়ন বোনাপার্ট; স্বরূপ অন্বেষণে; পৃথিবী; নৃত্য প্রভৃতি।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031