• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সিএএবি অবসরপ্রাপ্ত নিরাপত্তা শাখার কর্মকর্তাদের ৩য় মহামিলন অনুষ্ঠিত 

     dailybangla 
    29th Nov 2025 7:56 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার (২৯ নভেম্বর) উত্তরা দক্ষিণখানের একটি কমিউনিটি সেন্টারে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি)-এর অবসরপ্রাপ্ত নিরাপত্তা শাখার কর্মকর্তা-কর্মচারীদের ৩য় মহামিলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের সহকর্মীদের মিলনমেলায় সারা দেশ থেকে প্রায় ২৫০ জন প্রতিনিধি অংশ নেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আশ্রাফুজ্জামান। তিনি বলেন, আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করতে অবসরপ্রাপ্তদের দক্ষতা, সততা ও নিষ্ঠা আজও সিভিল এভিয়েশন খাতের গৌরবময় ইতিহাসের অংশ। তিনি আরও জানান, এ আয়োজন সদস্যদের পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।

    মহামিলনের প্রধান অতিথি ছিলেন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’–এর মহাসচিব, সিনিয়র সাংবাদিক এবং সকালের আলো ডট কমের সম্পাদক এস এম আজাদ হোসেন। তিনি বলেন, দেশের নিরাপদ আকাশপথ যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি যারা জীবনভর এ নিরাপত্তা বজায় রাখতে কাজ করেছেন, তাদের সম্মান জানানো আমাদের দায়িত্ব। তিনি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অভিজ্ঞতাকে জাতির গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করেন এবং নীতি-পরিকল্পনা, প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়নে এই অভিজ্ঞতার ব্যবহার প্রয়োজন বলে মত দেন।

    এসময় তিনি দেশের সড়ক নিরাপত্তা পরিস্থিতিরও উল্লেখ করে বলেন, “বাংলাদেশে সড়ক অনিরাপদ। প্রতি বছর যারা সড়ক দুর্ঘটনায় মারা যান, তাদের প্রায় অর্ধেকই পথচারী। তাই সবাইকে, পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদের সড়কে চলাচলে আরও সচেতন হতে হবে।”

    অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ভাষাসৈনিক, বীরমুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ রফিকুজ্জামান। তিনি দেশের নিরাপত্তায় অবসরপ্রাপ্ত বিমান নিরাপত্তা কর্মীদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও প্রজন্মবিনিময়ের একটি চমৎকার উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

    সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নেছার উদ্দিন অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা, তথ্য বিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যেই এ মহামিলনের আয়োজন করা হয়। তিনি সকল প্রতিনিধিকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন।

    দিনব্যাপী মহামিলনে আলোচনা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজনে পুরনো দিনের স্মৃতি জাগ্রত হয় এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়।

    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ খায়রুল আযহার এবং উপস্থাপনা করেন আব্দুল কাদের।

    অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ও প্রতিনিধিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, আগামী বছরে আরও জাঁকজমকপূর্ণ মহামিলনের আয়োজন করা হবে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031