সিঙ্গাপুরের পরিবহন মন্ত্রীর সঙ্গে নৌপরিবহন উপদেষ্টার বৈঠক
বাংলাদেশের জাহাজ শিল্প ও বন্দর উন্নয়নে সিঙ্গাপুরকে বিনিয়োগের আহ্বান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প ও বন্দর অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের জন্য সিঙ্গাপুরকে আহ্বান জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
আজ সকালে সিঙ্গাপুরে দেশটির ভারপ্রাপ্ত পরিবহন মন্ত্রী মি. জেফ্রি সিও-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান। উপদেষ্টা বলেন, “বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। সব প্রক্রিয়া স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। সিঙ্গাপুর এ খাতে বিনিয়োগ করে লাভবান হতে পারে।”
বৈঠকে তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন প্রকল্প সম্পর্কে সিঙ্গাপুরের মন্ত্রীকে অবহিত করেন। পাশাপাশি বন্দর নির্মাণ, ব্যবস্থাপনা এবং প্রযুক্তি হস্তান্তরে সিঙ্গাপুরের সহায়তা কামনা করেন।
তিনি উল্লেখ করেন, “চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল নির্মাণ প্রকল্পে বিশ্বব্যাংক ৬৫০ মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন দিয়েছে। এতে বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি পাবে এবং আমদানি-রপ্তানি ব্যয় হ্রাস পাবে।” এই টার্মিনালে কনটেইনার হ্যান্ডলিং ব্যবস্থাপনায় পিএসএ সিঙ্গাপুরের সঙ্গে আগামী অক্টোবরের মধ্যে চুক্তি সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরসহ উপযুক্ত স্থানে আন্তর্জাতিক মানের শিপইয়ার্ড বা ডকইয়ার্ড নির্মাণে সিঙ্গাপুর সরকারের সহযোগিতা কামনা করেন উপদেষ্টা। সিঙ্গাপুরের মন্ত্রী এ বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানান।
বৈঠকে উপদেষ্টা বাংলাদেশের মেরিন একাডেমি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মেধাবী মেরিনারদের সিঙ্গাপুরে চাকরির সুযোগ এবং বাংলাদেশি নাবিকদের জন্য ট্রানজিট ভিসা প্রদানের আহ্বান জানান। জবাবে সিঙ্গাপুরের মন্ত্রী জানান, দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও, ২০২৬-২৭ মেয়াদে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (IMO)-র কাউন্সিলের ক্যাটাগরি ‘সি’ সদস্যপদে বাংলাদেশের প্রার্থিতার বিষয়ে সিঙ্গাপুরের সমর্থন প্রত্যাশা করেন উপদেষ্টা।
বৈঠকে উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ