সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মৃত্যু
বিআলো ডেস্ক: রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) রাতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সিঙ্গাপুরে তাঁর চিকিৎসা কার্যক্রমে যুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বৃহস্পতিবার রাত ১০টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
একই তথ্য নিশ্চিত করেছে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ।
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছিল, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. মো. আব্দুল আহাদ জানান, বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে পরিবারের সম্মতিতে ওসমান হাদির অপারেশন শুরু হয়। অপারেশন শেষে আর কোনো আপডেট পাওয়া যায়নি। পরে সরাসরি তাঁর মৃত্যুর সংবাদ জানানো হয়।
হাদির মরদেহ দেশে আনার বিষয়ে ডা. আব্দুল আহাদ বলেন, মৃত্যুর খবরটি এইমাত্র পাওয়া গেছে। সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়।
হাদির ওপর হামলার ঘটনায় ফয়সাল করিম মাসুদকে প্রধান শুটার হিসেবে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ ও র্যাব জানিয়েছে, তাঁর সহযোগী আলমগীর শেখ মোটরসাইকেল চালক ছিলেন। তারা দুজনই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে আটক ও গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। গ্রেপ্তারদের মধ্যে ফয়সালের বাবা-মা, স্ত্রী, শ্যালক, বান্ধবীসহ কয়েকজন রয়েছেন।
বিআলো/শিলি



