সিডনিতে অস্ত্র কেড়ে নেওয়া আহমেদ পেলেন ২.৫ মিলিয়ন ডলার
আর্ন্তজাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুক হামলার সময় এক অস্ত্রধারীকে নিরস্ত্র করে অসাধারণ সাহসিকতার পরিচয় দেওয়া আহমেদ আল আহমেদকে উপহার হিসেবে দেওয়া হয়েছে ২.৫ মিলিয়ন ডলার।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহমেদের হাতে আনুষ্ঠানিকভাবে একটি চেক তুলে দেওয়া হয়। এ সময় তাকে জানানো হয়, বিশ্বজুড়ে প্রায় ৪৩ হাজার মানুষ তার সাহসিকতায় অনুপ্রাণিত হয়ে এই অর্থ অনুদান দিয়েছেন।
হাসপাতালের বিছানায় শুয়ে আহমেদ আবেগাপ্লুত কণ্ঠে প্রশ্ন করেন, তিনি আদৌ এই সম্মানের যোগ্য কি না। জবাবে চেক প্রদানকারী জানান, প্রতিটি ডলারেরই তিনি যোগ্য। মানুষের উদ্দেশে বার্তা দিতে গিয়ে আহমেদ শান্তি, ঐক্য ও মানবতার কথা তুলে ধরেন।
গত ১৪ ডিসেম্বর ইহুদি উৎসব হানুক্কা শুরুর দিনে বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুক হামলায় অন্তত ১৬ জন নিহত হন। হামলার ভিডিওতে দেখা যায়, সিরীয় বংশোদ্ভূত দুই সন্তানের জনক আহমেদ পেছন থেকে এক বন্দুকধারীকে ধরে তাকে নিরস্ত্র করেন। পরে অপর হামলাকারীর গুলিতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ হাসপাতালে গিয়ে আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন।
২০০৬ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো আহমেদ বর্তমানে সিডনিতে একটি ফলের দোকান পরিচালনা করেন। তার পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য পরে সরকারি ভাবে নাকচ করা হয়।
বিআলো/শিলি



