সিডনিতে প্রবাসীদের প্রথম ভোটার নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত
অর্ক হাসান, অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ ইয়ুথ অ্যান্ড স্টুডেন্ট ক্লাব অস্ট্রেলিয়া (বিওয়াইএসসিএ)-এর উদ্যোগে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সহযোগিতায় প্রবাস থেকে প্রথমবারের মতো ভোটার নিবন্ধন ও নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার উদ্বোধন করেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিডি হাব অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক সৈয়দ মিঠু।
ইঞ্জিনিয়ার হাসান এইচ তাজবীরের সভাপতিত্বে এবং বিওয়াইএসসিএ’র আহ্বায়ক কে এম ধ্রুবের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সভাপতি ও বিশিষ্ট রাজনীতিক মনিরুল হক জর্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক ও কমিউনিটি ব্যক্তিত্ব আলমগীর ইসলাম বাবু।
এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক ও দার্শনিক ড. ওয়ালিউল ইসলাম, এবি স্ট্রিট লাইব্রেরি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা কামাল পাশা, নাট্যকার বেলাল ঢালী, হাজী দেলোয়ার হোসেন, জনপ্রিয় সংগীতশিল্পী রাফসান নিশান, অ্যাক্টিভিস্ট ডেনিয়েল নাহিন, আইটি ওনার্স ফোরামের আসাদুল্লাহ শাকিল, মোহাম্মদ ফাহাদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, প্রবাসে প্রথমবারের মতো ভোটার নিবন্ধনের যে উদ্যোগ তরুণ সমাজ গ্রহণ করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও কমিউনিটি কার্যক্রমের মাধ্যমে বিওয়াইএসসিএ প্রবাসী তরুণদের নেতৃত্বে এগিয়ে যাবে।
কর্মশালায় প্রায় দুই শতাধিক তরুণ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, শহীদ ওসমান হাদি এবং বন্ডাই জংশনে নিহতদের স্মরণে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
বিআলো/শিলি



