সিডনিতে ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙলেন ট্রাভিস হেড
dailybangla
07th Jan 2026 10:41 am | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: চলমান অ্যাশেজ সিরিজে একের পর এক নজির গড়ে চলেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পঞ্চম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নিজের নাম তুলেছেন তিনি।
তৃতীয় দিনের খেলায় ১৬০ বলে ১৬২ রানে অপরাজিত থেকে হেড একাধিক রেকর্ড ভেঙেছেন। একই হোম অ্যাশেজ সিরিজে তিনটি সেঞ্চুরি করে তিনি ম্যাথু হেইডেনের পর দ্বিতীয় অস্ট্রেলীয় ওপেনার হলেন।
এছাড়া ৯৬ বছর পুরোনো ডন ব্র্যাডম্যানের দ্রুততম ১৫০ রানের রেকর্ডও পেছনে ফেলেছেন তিনি। হেড এখন সেই বিরল তালিকায়, যেখানে একাধিক ভেন্যুতে টেস্ট সেঞ্চুরির কীর্তি রয়েছে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের মতো কিংবদন্তিদের সঙ্গে।
বিআলো/শিলি



