• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সিদ্দিরগঞ্জে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে আইনশৃঙ্খলা উন্নতি, মাদক ও ছিনতাই কমেছে 

     dailybangla 
    19th Sep 2025 5:20 am  |  অনলাইন সংস্করণ

    নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ থানা সিদ্দিরগঞ্জে মাদক, ছিনতাই ও কিশোর অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। পুলিশ ও সাধারণ জনগণের সহযোগিতায় আজ এই থানা আরও নিরাপদ ও সেবামূলক হয়ে উঠেছে।

    মোঃ মনির হোসেন, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০টি ওয়ার্ড নিয়ে গঠিত। আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, ছোট-বড় কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান থাকায় এটি একটি গুরুত্বপূর্ণ থানা হিসেবে বিবেচিত। বর্তমান অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর আলম দায়িত্ব গ্রহণের পর থেকে থানাটির আইনশৃঙ্খলা পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, ওসি মোঃ শাহিনুর আলম যোগদানের পর থেকেই মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, কিশোর গ্যাংসহ প্রতিটি অপরাধ নিয়ন্ত্রণে এসেছে। পুলিশের সর্বোচ্চ সততা ও আন্তরিকতার কারণে সিদ্দিরগঞ্জ থানায় সন্ত্রাস, অস্ত্রের ঝনঝনানি, জুয়া, চাঁদাবাজি, বাল্যবিবাহসহ নানা ধরনের অপরাধের সংখ্যা কমে এসেছে। একই সঙ্গে বেড়েছে পুলিশের সেবার মান এবং সাধারণ মানুষের আস্থা। দুর্ঘটনা বা কোনো ঘটনা ঘটলে ওসি নিজেই তদন্তে উপস্থিত হয়ে দ্রুত ব্যবস্থা নেন।

    ওসি মোঃ শাহিনুর আলম বলেন, “সাধারণ জনগণ যদি আমার পাশে থাকে, তাহলে আমরা সকল প্রকার দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে আরও কার্যকরভাবে কাজ করতে পারবো। যতদিন এখানে থাকবো, মাদক বিষয়ে কোনো আপস করব না। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে আমি নিয়মিত বিভিন্ন সভা, সেমিনার ও মসজিদে সচেতনতা কার্যক্রম চালাচ্ছি।”

    তিনি আরও যোগ করেন, “সাধারণ জনগণের জান-মাল নিরাপত্তায় আমরা পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করছি। জনগণের সহযোগিতা পেলে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও কিশোর গ্যাংসহ প্রতিটি অপরাধের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। আমি সিদ্দিরগঞ্জ থানায় যতদিন আছি, সততার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।”

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930