সিদ্ধিরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি সবুজ মিয়া গ্রেফতার
মনিরুল ইসলাম মনির: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সবুজ মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারপাড়া এলাকার রহিম মার্কেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুর আলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সবুজ মিয়া (২৬)। তার স্থায়ী ঠিকানা চাঁদপুর সদর উপজেলার আলিয়ারা আছিমপুর এলাকায়। বর্তমানে তিনি পশ্চিম সানারপাড় ব্যাংক কলোনী, ডেমরা, ঢাকা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। জিজ্ঞাসাবাদে সে জানায়, তার সহযোগী মোছাঃ মর্জিনা (৪৫), স্বামী কাশেম মিয়া, বাগমারা, সিদ্ধিরগঞ্জ— বর্তমানে পলাতক রয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সবুজ মিয়া এবং পলাতক মর্জিনা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে নারায়ণগঞ্জসহ আশপাশ এলাকার বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট সরবরাহ ও বিক্রি করে আসছিল। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সবুজ মিয়াকে ইয়াবাসহ আটক করা হয় এবং তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত সবুজ মিয়ার বিরুদ্ধে এবং পলাতক মর্জিনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত সবুজ মিয়াকে একই দিন বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক মর্জিনাকে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
বিআলো/তুরাগ



