সিদ্ধিরগঞ্জে ঢালী ফাউন্ডেশনের ‘ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’
চার শতাধিক মানুষের বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা প্রদান
মনিরুল ইসলাম মনির: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী মধ্যপাড়ায় শামীম আহমেদ ঢালীর নিজ বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত হলো ঢালী ফাউন্ডেশন আয়োজিত ‘ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’। রোটারী ক্লাব ধানমন্ডি সেন্ট্রাল ও দৃষ্টি আই হাসপাতালের সহযোগিতায় শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা দিনব্যাপী এই চিকিৎসা সেবায় চার শতাধিক সাধারণ মানুষ বিনামূল্যে চোখের চিকিৎসা পান।
ঢালী ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় চোখের ছানি অপারেশন, লেন্স প্রতিস্থাপনসহ চোখের অন্যান্য রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢালী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিদ্ধিরগঞ্জ থানা জাসাস এর আহ্বায়ক শামীম আহমেদ ঢালী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন —রোটারি ক্লাব অব ধানমন্ডি সেন্ট্রাল এর ডাইরেক্টার সার্ভিস প্রজেক্ট ও রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ক্রীড়াবিদ রোটারিয়ান মোঃ সাইদুল হক সাদী, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান মোঃ আল আমিন, কেন্দ্রীয় তরুণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বাদল, জাসাস সভাপতি সোলাইমান ভূঁইয়া, নারায়ণগঞ্জ মহানগর জাসাস এর প্রচার সম্পাদক সোহরাব হোসেন ভূঁইয়া মুকুল, সিদ্ধিরগঞ্জ থানার জাসাস এর যুগ্ম আহ্বায়ক সফিঊল আলম সুমনসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ।
আগামীতে আরও বড় আকারে আয়োজনের প্রত্যাশা শামীম আহমেদ ঢালী বলেন — “সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য এ ক্যাম্পের আয়োজন করেছি। অনেক মানুষ দৃষ্টি সমস্যায় ভুগলেও অর্থাভাবের কারণে চিকিৎসা নিতে পারেন না। তাই বিনা মূল্যের এই চক্ষু ক্যাম্প আমরা করেছি। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আরও অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে আরও বড় আকারে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
বিআলো/তুরাগ



