সিদ্ধিরগঞ্জে ঢালী ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: ঘরে কিংবা বাইরে সর্বত্রই তাপদাহে মানুষের জীবন যন্ত্রণাময় হয়ে উঠছে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রভাব বাংলাদেশেও স্পষ্ট। জীবন-যাপনের উপযোগী পরিবেশ রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। ইতোমধ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের বেশি বেশি গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন।
তারই ধারাবাহিকতায় ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিনের নির্দেশনায় ঢালী ফাউন্ডেশনের উদ্যোগে সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের আহ্বায়ক শামীম আহমেদ ঢালী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
মঙ্গলবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী উত্তরপাড়া গ্যাস লাইন ব্রিজ সংলগ্ন এলাকায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এসময় গাছের সুরক্ষায় খুঁটি স্থাপন ও নিয়মিত পানি দেওয়ার ব্যবস্থাও করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বাদল, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সহিদুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহ আলম পাটোয়ারী, মহানগর জাসাসের প্রচার সম্পাদক মোঃ সোহরাব হোসেন ভূঁইয়া মুকুল, বিএনপি নেতা রতন শেখ, মোঃ ফারুক, শাহীন বেপারী, কামরুল হাসান, মোঃ শাকিল হোসেন, সমাজসেবক মোঃ নুরুজ্জামান, হারুন অর রশিদ, ইকবাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের আহ্বায়ক শামীম আহমেদ ঢালী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক ও সফল রাষ্ট্রনায়ক। কৃষকবান্ধব ও নিরহংকার এই নেতা গরিব-দুঃখী মানুষদের আপন করে নিতেন। তার সততা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেম আজও অনন্য।
তিনি আরও বলেন, তার রাজনীতি শহীদ জিয়া, তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনীতি—দেশ রক্ষা, সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের পাশে দাঁড়ানোর রাজনীতি। পাশাপাশি তিনি মনে করেন, বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষের অন্তত একটি করে গাছ লাগানো উচিত, কারণ গাছ থেকেই আমরা প্রয়োজনীয় অক্সিজেন পাই।
বিআলো/তুরাগ