সিদ্ধিরগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির ৫৩ সদস্যের নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিদ্ধিরগঞ্জ থানা শাখার নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২২ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড সংলগ্ন মা হসপিটাল অ্যান্ড ল্যাবে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবগঠিত সিদ্ধিরগঞ্জ থানা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি পল্লী চিকিৎসক আব্দুল জাব্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম দুলালের সঞ্চালনায় সভা পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য পল্লী চিকিৎসক হাবিবুর রহমান, নজরুল ইসলাম মাসুম, পল্লী চিকিৎসক মোহাম্মদ আলাউদ্দিন, জিয়াউল হোসেন, জিএস সুমন এবং প্রাপ্তি ইউনানী অ্যান্ড ল্যাবরেটরির জোনাল ম্যানেজার শাফায়েত হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি পল্লী চিকিৎসক শাহ আলম, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম স্বপনের স্বাক্ষরিত ও অনুমোদিত আগামী দুই বছরের জন্য ৫৩ সদস্য বিশিষ্ট সিদ্ধিরগঞ্জ থানা শাখার কার্যকরী কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা ও সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
নবগঠিত কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি পল্লী চিকিৎসকদের অধিকার ও সেবার মান উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
বিআলো/তুরাগ



