সিদ্ধিরগঞ্জে পাইপ ফেটে সড়কে ছড়িয়ে পড়ল ভোজ্যতেল, মানুষ ভিড় জমিয়ে সংগ্রহে হুমড়ি
নিজস্ব প্রতিবেদক: কাঁচপুর ব্রিজের নিচে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী থাকল স্থানীয়রা। ‘টিকে গ্রুপ’ নামের একটি কোম্পানি পুষ্টি তেল আনলোড করছিল, হঠাৎ এক পাইপ ফেটে তেল সড়কে ছড়িয়ে পড়ে। মাটিতে পড়ে থাকা তেল দেখেই উৎসুক জনতা সরাসরি সংগ্রহে নেমে পড়ে, এমন চিত্র বিরল হলেও এদিন তা সাধারণ মানুষের নজর কাড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আনলোডের সময় পাইপ ফেটে তেল বের হতে থাকলে অনেকেই বালতি ও ড্রামের সাহায্যে তা সংগ্রহে ব্যস্ত হয়ে যান। একপর্যায়ে কোম্পানি সরবরাহ লাইন বন্ধ করে দেয়, তবে আগ্রহী জনতার ভিড় অব্যাহত থাকে।
টিকে গ্রুপের অ্যাকাউন্টস ম্যানেজার আব্দুর রাজ্জাক বলেন, “আমি এ বিষয়ে অবগত নই। আমি গাজীপুরে একটি অনুষ্ঠানে এসেছি।”
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজ জানান, “আমরা গিয়ে তেমন কিছু পাইনি। মূলত বিষয়টি হাইওয়ে পুলিশ দেখেছে।”
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, “টিকে গ্রুপের পুষ্টি তেলের পাইপ ফেটে পড়েছিল। খুব বেশি তেল ছড়িয়ে পড়েনি। তবে কিছু মানুষ পড়ে থাকা তেল সংগ্রহ করেছে। আমরা গিয়ে তেল পাইনি।”
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক মিজানুর রহমান বলেন, “আমরা পুলিশ পাঠিয়েছিলাম, কিন্তু কাউকে পাওয়া যায়নি। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।”
দুর্ঘটনায় সরাসরি কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মাটিতে ছড়িয়ে থাকা তেলের প্রতি স্থানীয় মানুষের আগ্রহ চোখে পড়ার মতো ছিল।
বিআলো/তুরাগ



