সিদ্ধিরগঞ্জে বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক: সিদ্ধিরগঞ্জে ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে যুবসমাজের উদ্যোগে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বাদ এশা সিদ্ধিরগঞ্জের মিজমিজি সিআইখোলা এলাকায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়। স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতা বিজয় দিবসের চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. হাজী কবির হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর। তিনি এ সময় বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিআলো/তুরাগ



