‘সিনেমার মানুষ’ ধারাবাহিক এখন টিভি পর্দার নতুন চমক!
নতুন ধারাবাহিক নাটক’ প্রচারিত হচ্ছে সিনেমার মানুষ
এস এম শিমুল রানা: বাংলাদেশের টেলিভিশন দর্শকদের মন জয় করে নিয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘সিনেমার মানুষ’। সম্প্রচার শুরু হওয়ার পর থেকেই নাটকটি দর্শক মহলে প্রশংসা কুড়াচ্ছে এর ব্যতিক্রমী গল্প এবং বাস্তবধর্মী উপস্থাপনার জন্য।
নাটকটি নির্মিত হয়েছে চলচ্চিত্র অঙ্গনের মানুষের জীবনকে কেন্দ্র করে—যেখানে সিনেমা সংশ্লিষ্ট পরিচালক, প্রযোজক, শিল্পী, কলাকুশলীসহ সকলের জীবনের আনন্দ-বেদনার গল্প তুলে ধরা হয়েছে। দীর্ঘ সময় ধরে চলচ্চিত্রের সঙ্গে জড়িত থাকা মানুষদের জীবনের রঙিন পর্দার পেছনের গল্পগুলো উঠে এসেছে এই ধারাবাহিকের প্রতিটি পর্বে।
প্রচারের পর দর্শকদের মনে জায়গা করে নিয়েছে ধারাবাহিক নাটক সিনেমার মানুষ। সিনমা সংশ্লিষ্ট মানুষ অর্থাৎ সিনেমার শিল্পী কলাকুশলী পরিচালক প্রযোজক সহ সকলের জীবনকাহিনীকে ঘিরে তৈরী করা হয়েছে নাটকটি। বর্ষীয়ান পরিচালক সাদেক সিদ্দিকী’র পরিচালনায় নির্মিত নাটকটি রচনা করেছেন কমল সরকার। নাটকটিতে সিনেমার মানুষের সুখ দুঃখের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। এফডিসি এবং উত্তরায় শুটিং কৃত নাটকটি প্রচারিত হচ্ছে স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলায় প্রতি রবিবার এবং সোমবার রাত ৮.০০ টায়।
নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, মৌমিতা মৌ, হেদায়েত উল্লাহ তুর্কী, শিপন মিত্র, প্রায়ত তানিন সুবহা, তানহা তাসনিয়া, মানসি প্রকৃতি, হান্নান শেলি, আসমা শিউলি, রিংকু শেখ সহ অনেকে।
চলচ্চিত্র-সংশ্লিষ্ট মানুষের জীবনের হাসি-কান্না, স্বপ্ন-সংগ্রাম এবং সাফল্য-ব্যর্থতার টানাপোড়েনের জীবন্ত উপস্থাপনাই এই নাটকটিকে করেছে ব্যতিক্রমী ও মনোগ্রাহী। নাট্যপ্রেমীদের জন্য এটি একটি না-মিস করার মতো ধারাবাহিক।
বিআলো/তুরাগ