সিপাহী–জনতার চেতনায় বাউফলে বিএনপির শক্তিশালী শো-ডাউন
মো.তারিকুল ইসলাম (মোস্তফা), বাউফল: ‘সিপাহী–জনতার বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পটুয়াখালীর বাউফলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৫টায় বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এলাকা মুখর হয়ে ওঠে।
র্যালিতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মোঃ মুনির হোসেন, বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান খোকনসহ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় নেতা মুনির হোসেন বলেন, “৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। তখন একদলীয় শাসন ব্যবস্থা (বাকশাল) প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই অবস্থা থেকে দেশকে মুক্ত করে উন্নয়নের রাজনীতি ও বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করেছিলেন।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি আজও জনগণের পাশে থেকে সংগ্রাম করছে। ধানের শীষই হচ্ছে সেই মুক্তির প্রতীক।” র্যালি চলাকালীন বাউফলের প্রধান সড়ক মুখর হয়ে ওঠে বিএনপি নেতা-কর্মীদের স্লোগানে—“ধানের শীষের জয় হোক, “গণতন্ত্র মুক্তি পাক”—ইত্যাদি ধ্বনিতে প্রকম্পিত হয় পুরো এলাকা।
বিআলো/ইমরান



