সিরাজগঞ্জের সাবেক এমপি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান গ্রেপ্তার
dailybangla
02nd Oct 2024 11:28 pm | অনলাইন সংস্করণ
এস এ চৌধুরী জয়, মৌলভীবাজার: মৌলভীবাজারে র্যাবের (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) অভিযানে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ড. জান্নাত আরা হেনরি, তার স্বামী ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. লাবু তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তিনটার দিকে সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের সোনাপুর নামীয় এলাকাস্থ আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন বাচ্চু মিয়ার বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সোমবার সন্ধ্যায় মোবাইল ফোনে শ্রীমঙ্গল র্যাব-৯ এর কোম্পানী কমান্ডার মো. নূরন্নবী বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতদের মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।
বিআলো/তুরাগ