সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে বিএনপির নির্বাচনী প্রচারণা
মাকসুদা খাতুন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন। বুধবার দুপুরে সদর উপজেলার ইবি রোড এলাকায় এ প্রচারণা অনুষ্ঠিত হয়।
প্রচারণাকালে রাশেদুল হাসান রঞ্জন স্থানীয় ভোটার ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার অত্যন্ত জরুরি।
এই লক্ষ্য অর্জনে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু একজন অভিজ্ঞ ও জনবান্ধব রাজনীতিবিদ। তিনি অতীতে সিরাজগঞ্জের মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করবেন।
প্রচারণা চলাকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। এ সময় ইবি রোড এলাকায় কিছু সময়ের জন্য নির্বাচনী উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় কয়েকজন ভোটার বলেন, দীর্ঘদিন ধরে তারা ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন।
আসন্ন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান। উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ এলাকায় বিএনপির নির্বাচনী তৎপরতা দিন দিন জোরদার হচ্ছে। দলটির নেতাকর্মীরা নিয়মিতভাবে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
বিআলো/আমিনা



