সিরাজদিখানে উপজেলা বিএনপির মতবিনিময় সভা
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ সিরাজদিখানে উপজেলা বিএনপি সভাপতি শেখ মো. আব্দুল্লাহর কর্মী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার শেখরনগর গোপালপুর এলকায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি-ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীসহ এলাকার মুরুব্বীরা অংশগ্রহণ করেন।
সিরাজদিখানে উপজেলা বিএনপি সভাপতি শেখ মো. আব্দুল্লাহ বলেন, দেশের সকল ছাত্র-জনতার আন্দোলনে গত সরকারের পতন হয়েছে। দেশ নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে। তিনি এই স্বাধীনতা ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পাশাপাশি চাঁদাবাজি, লুটপাট বা কাউকে যেন হয়রানি না করা হয় সেদিকে নেতাকর্মীদের সজাগ থাকতে আহবান জানান।
সিরাজদিখান উপজেলা বিএনপি সভাপতি শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একে এম হায়দার আলীর সঞ্চালনায় সিরাজদিখান উপজেলা বিএনপি সহ-সভাপতি মোতাহার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপি ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, সিরাজদিখান উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আমিন চেয়ারম্যান, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক ছিদ্দিক মোল্লা, সিরাজদিখান উপজেলা যুবদল আহবায়ক ইয়াসিন সুমন, সিরাজদিখান উপজেলা যুবদল সদস্য সচিব শাহাদাৎ শিকদার, বিএনপি নেত্রী জান্নাতুল ফেরদৌস লাকী, সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আজিজুল ইসলাম, সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব রাসেল শেখ, সিরাজদিখান উপজেলা ছাত্রদল সভাপতি সাফকাত হোসাইন, সিরাজদিখান উপজেলা কৃষকদল সভাপতি হাফেজ আলমগীর, সিরাজদিখান উপজেলা কৃষকদল সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ সিরাজদিখান উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ প্রমুখ বক্তব্য রাখেন।
বিআলো/তুরাগ