সিরাজদিখানে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি, স্থানীয়দের মধ্যে আতঙ্ক
dailybangla
26th Aug 2025 10:22 pm | অনলাইন সংস্করণ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ সিরাজদিখানে এক হাউজিং কোম্পানীর সুপারভাইজার জুনায়েদ সরদার (২৩)কে লক্ষ্য করে গুলি করেছে দুবৃত্তরা । আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে দিকে উপজেলার কালা রায়েরচর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে বাস থেকে নেমে ব্রিজ পার হওয়ার সময় মোটরসাইকেলে চরে আসা হেলমেট পড়া তিন দুবৃর্ত্ত বিক্রমপুর মডেল টাউন হাউজিং কোম্পানীর সুপারভাইজার মোঃ জুনায়েদ সরদারকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে এসময় জুনায়েদ ব্রিজের উপর লুটিয়ে পরে ঘটন। গুলির শব্দে আশপাশের লোকজন আতঙ্কে দৌড়াতে থাকে। গুলিটি জুনায়ায়েদের দুই পায়ের থাইয়ে গিয়ে লাগে। এতে থাই ছিদ্র হয়ে যায় জুনায়েদ । এসময় দুই দুবৃর্ত্ত পালিয়ে যায়। গুলির শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।
একটু পরে এলাকার লোকজন জুনায়েদকে উদ্ধার করে প্রথমে নিমতলা আইডিয়েল হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওযা হয়।
বিক্রমপুর মডেল টাউনের এক্সিকিউটিভ অফিসার সোহাগ হোসেন বলেন,সকালে অফিসে থাকাকালীন এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি যে আমাদের সুপারভাইজারকে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করেছে। তাঁকে প্রথমে নিমতলা আইডিয়াল হাসপাতালে নেয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পিছন থেকে সন্ত্রাসীরা তিনটি গুলি করে। আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, সঠিক তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য বিক্রমপুর মডেল টাউনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রনি গাজী বলেন,আমাদের সুপারভাইজার জুনায়েদের একটি কোমরে ও দুই পায়ে দুটি গুলি লেগেছে। বর্তমানে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে ।
তাঁর ব্যক্তিগত ভাবে কারও সঙ্গে কোনো দ্বন্দ নেই। তবে আমাদের প্রতিষ্ঠানে আরও পরিচালক রয়েছেন তাদের সাথে কথা বললে জানাযাবে কারও সঙ্গে কোনো গরমিল ছিল কি না । সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ মোঃ আবু বকর গুলির বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদেরকে বলেন, বেলা ১১ টায় গুলির সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সন্ত্রাসীরা বিক্রমপুর মডেল টাউন হাউজিং কোম্পানীর সুপারভাইজার মোঃ জুনায়েদকে লক্ষ্য করে তিনটি গুলি করেছে। তবে কারা গুলি করেছে এবং কোন দিক দিয়ে তারা বের হয়ে গেছে, এলাকাবাসী তা নিশ্চিত করে বলতে পারেনি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
বিআলো/ইমরান