সিরাজদিখানে দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৩ উদ্বোধন
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখানে উদয়ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এবং শাপলা কুড়ি ক্রীড়া চক্রের সহযোগিতায় দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঐতিহ্যবাহী ষোলআনী মাঠে, মালখানগর, সিরাজদিখানে উদ্বোধনী খেলার মাধ্যমে টুর্নামেন্টের পর্দা ওঠে। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ জানুয়ারি এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি। উদ্বোধনী খেলায় বয়রাগাদী ইয়াং স্টার বনাম আউটশাহী নাইনস্টার দল অংশগ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহ আলম শেখ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাইজিং স্টার সোশ্যাল ক্লাবের সভাপতি শরিফ হক।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, হেলথ কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, প্রদীপ চন্দ্র কর, আব্দুল্লাহ আল মামুন, মোস্তফা শেখসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবকবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ ফয়সাল, দৈনিক সংগ্রাম ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি। এছাড়াও উপস্থিত ছিলেন জাকির হোসেন, রিপন কুন্ডু, কাইয়ুম শেখ, মামুন শেখ, সিরাজুল ইসলাম, রামু পোদ্দার, জুয়েল রানাসহ রাইজিং স্টার সোশ্যাল ক্লাবের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে নিউজ ভিশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুজাইফা এবং সঞ্চালনায় ছিলেন শান্ত চক্রবর্তী।
উপস্থিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, এ ধরনের ক্রীড়া টুর্নামেন্ট যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলে, শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে এবং মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজক ও দর্শনার্থীরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং সুস্থ বিনোদনের মাধ্যমে তারা সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে। খেলাটি উপভোগ করতে দূরদূরান্ত থেকে হাজারো ক্রীড়াপ্রেমী দর্শনার্থী মাঠে উপস্থিত ছিলেন।
বিআলো/ইমরান



