সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, ইতিহাস গড়ার লক্ষ্যে বাংলাদেশ
dailybangla
08th Jul 2025 5:15 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালাঙ্কা। সিরিজ এখন ১-১ সমতায়। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা জিতেছিল ৭৭ রানে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে জিতেছিল ১৬ রানে। পেসার তাসকিন আহমেদ দলে ফিরেছেন। তাকে জায়গা করে দিতে হাসান মাহমুদ বাদ পড়েছেন। দ্বিতীয় ম্যাচে মাংসপেশির টান পেলেও নাজমুল হোসেন শান্ত ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে একাদশে রয়েছেন। এখন পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ মাত্র ২টি ওয়ানডে জিতেছে ২৬ ম্যাচে, তবে কখনো সিরিজ জিততে পারেনি। তাই আজকের ম্যাচটি ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ।

অপরদিকে শ্রীলঙ্কা আগের একাদশই অপরিবর্তিত রেখেছে। তারা নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতে চায়। বাংলাদেশ- পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয় মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), শামিম হোসেন, জাকার আলি (উইকেটকিপার), তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কা- নিশান মাদুশ্কা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কামিন্দু মেন্ডিস চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), জনিথ লিয়ানাগে, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা দুশমন্ত চামিরা, অসিথা ফার্নান্দো। বিআলো/এফএইচএস