সিলেটে টিলা ধস, একই পরিবারের ৪ জনের মৃত্যু
dailybangla
01st Jun 2025 9:50 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় গভীর রাতে ঘরের ওপর টিলা ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ এক পরিবারের চারজন নিহত হয়েছেন।
শনিবার (৩১ মে) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো মাটিচাপা অবস্থায় রয়েছেন আরেকজন।
স্থানীয়রা জানান, শনিবার (৩১ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে টানা ভারী বৃষ্টির পর হঠাৎ একটি পুরোনো টিলা ধসে পড়ে। টিলার পাদদেশে অবস্থিত একটি ঘরের ওপর মাটি ধসে পড়লে ঘরের ভেতরে থাকা চারজন মাটিচাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও এখনো তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান মো. খোলকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিআলো/শিলি