সিলেটে পাঁচ মিনিটের ব্যবধানে দুবার ভূমিকম্প
dailybangla
11th Dec 2025 10:19 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। একই রাতে বঙ্গোপসাগর ও মিয়ানমারেও আরও দুটি ভূকম্পন রেকর্ড করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) রাত ২টা ২০ মিনিটে সিলেটে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। এর পাঁচ মিনিট পর ২টা ২৫ মিনিটে আবার কম্পন হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, প্রথমটির মাত্রা ছিল ৩.৫ এবং দ্বিতীয়টির ৩.৩।
রাত ৩টা ৩৮ মিনিটে বঙ্গোপসাগরে ৪.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়। এর আগে ২টা ৫৪ মিনিটে মিয়ানমারে ৩.৭ মাত্রার কম্পন অনুভূত হয়।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প এবং ১ ডিসেম্বর কক্সবাজার-চট্টগ্রামে ৪.৯ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল। এরও আগে ২১ নভেম্বর নরসিংদীতে উৎপত্তি হওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্পে তিন জেলায় ১০ জনের মৃত্যু হয়।
বিআলো/শিলি



