• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সিলেটে বৃষ্টিতে সবজির সরবরাহ কম, দাম বেড়েছে কেজিতে ১৫–৩০ টাকা 

     dailybangla 
    13th Aug 2025 4:19 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সিলেটে টানা বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কমে যাওয়ায় এক সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ১৫–৩০ টাকা বেড়েছে। একমাত্র পেঁপে ছাড়া কোনো সবজির দাম ৬০ টাকার নিচে নেই।

    বুধবার (১৩ আগস্ট) নগরীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, কচুর মুখি ৫০–৬০ টাকা, গাজর ১৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, ঝিঙে ৭০ টাকা, চিচিঙা ৭০–৮০ টাকা, শসা ৮০ টাকা, পটোল ৬০–৭০ টাকা, কাঁচামরিচ ২৮০–৩০০ টাকা, করলা ১০০–১২০ টাকা, বরবটি ৮০–১২০ টাকা, ঢ্যাঁড়শ ৬০–৭০ টাকা ও টমেটো ১০০–১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

    সবজি বিক্রেতারা জানান, দেশের বিভিন্ন স্থান থেকে আগের মতো সবজি আসছে না। আড়তে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের কাড়াকাড়ি চলছে। ফলে দেরিতে আসা ব্যবসায়ীরা প্রয়োজনীয় পরিমাণ সবজি পাচ্ছেন না।

    অন্যদিকে, সবজির বাজারে অস্থিরতা থাকলেও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল রয়েছে। প্রতিকেজি ব্রয়লার ১৫০–১৫৫ টাকা ও সোনালি মুরগি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

    বিআলো/এফএইচএস

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031