সিলেটে যুবলীগের সভাপতি গ্রেপ্তার
dailybangla
09th Nov 2024 11:49 pm | অনলাইন সংস্করণ
সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, সিলেট: সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুস সালাম শাহেদকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৮ নভেম্বর) রাতে তাকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুস সালাম শাহেদ ওই উপজেলার ভার্তখলা গ্রামের মৃত কলন্দর আলীর ছেলে।
র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব রাত পৌনে ১০টায় নগরের দক্ষিণ সুরমা থানাধীন ষ্টেশন রোডের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিকে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও ওই মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
বিআলো/তুরাগ