সিলেট টাইটান্সে যোগ দিলেন মোহাম্মদ আমির
dailybangla
10th Nov 2025 3:32 pm | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: আসন্ন বিপিএলে নতুন রূপে হাজির হচ্ছে সিলেট টাইটান্স। দলে যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ আমির ও শ্রীলংকার টপ-অর্ডার ব্যাটার কুশল মেন্ডিস।
দেশি খেলোয়াড়দের মধ্যে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে ইতোমধ্যে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি; মিরাজই নেতৃত্ব দেবেন দলকে।
কোচ হিসেবে রয়েছেন সোহেল ইসলাম, সঙ্গে পেস বোলিং কোচ সৈয়দ রাসেল ও ফিল্ডিং কোচ কিমস্লে রব।
এবারের বিপিএলে অংশ নেবে পাঁচ দল- রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং চিটাগং রয়েলস।
বিআলো/শিলি



