সিলেট রেঞ্জ ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিলেট জেলা পুলিশ
সুমন সরদার: সিলেট রেঞ্জ ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট জেলা পুলিশ। ২৪ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪ টায় হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে সিলেট রেঞ্জ ভলিবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল ম্যাচে সিলেট জেলা পুলিশের মুখোমুখি হয় আরআরএফ, সিলেট। খেলায় ১ম সেটে সিলেট বনাম আরআরএফ ২৫/১৭ পয়েন্টে এবং ২য় সেটে ২৫/১৮ পয়েন্টে সিলেট রেঞ্জ ভলিবল টুর্নামেন্ট-এ সিলেট জেলা পুলিশ চ্যাম্পিয়ান হয়।
উল্লেখ্য সিলেট রেঞ্জের ৫টি টিমের মধ্যে লড়াই গত ২৩ ফেব্রুয়ারি হতে শুরু হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এন.এম সাজেদুর রহমান।
ডিআইজি জয়ী দলকে চ্যাম্পিয়নস ট্রফি এবং রানার্সআপ দলকে রানার্সআপ ট্রফি তুলে দেন।
উক্ত টুর্নামেন্টে আরো উপস্থিত ছিলেন সিলেট আরআরএফ এর কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মো. হুমায়ুন কবির, রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ) মো. আজিজুল ইসলামসহ সিলেট জেলা ও আরআরএফ, সিলেট ইউনিটের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হবিগঞ্জ জেলা পুলিশের অফিসার-ফোর্সগণ এবং খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ।
বিআলো/শিলি