সীমান্তের উত্তেজনা নিয়ে যে ব্যাখ্যা দিলেন ভারতীয় হাইকমিশনার
বিআলো প্রতিবেদক :সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে হাজির হয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ব্যাখ্যা দিয়েছেন।
পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, সীমান্তে অপরাধ দমনের জন্যই বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশের সহযোগিতামূলক মনোভাব ভারত আশা করে বলে জানিয়েছেন তিনি।
১২ জানুয়ারি, রবিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাইকমিশনার এসব কথা বলেন।
এর আগে জরুরি তলবে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দীনের দফতরে হাজির হন প্রণয় ভার্মা। পররাষ্ট্র সচিবের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা শেষে তিনি বাইরে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন।
প্রণয় ভার্মা বলেন, সীমান্তে অপরাধ দমনে একসঙ্গে কাজ করবে ঢাকা-দিল্লি। অনুপ্রবেশ ঠেকাতেই সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ নিয়েছিল ভারত। বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতার মনোভাব আশা করে ভারত।
চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ মোকাবিলায় আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ রয়েছে।
বিআলো/শিলি