সীমান্ত উত্তেজনা কমাতে কূটনৈতিক পথে থাইল্যান্ড-কম্বোডিয়া
আর্ন্তজাতিক ডেস্ক: সীমান্ত সংঘাত কমাতে আসিয়ান পর্যবেক্ষক দল মোতায়েনের বিষয়ে সম্মতি দিয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রায় দুই সপ্তাহ ধরে চলা এই সংঘাতে উভয় দেশে বহু হতাহতের ঘটনা ঘটেছে। সংঘাত অব্যাহত থাকলেও কূটনৈতিকভাবে উত্তেজনা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কম্বোডিয়ার সীমান্তবর্তী শহর পয়পেটের কাছে একটি লজিস্টিকস কেন্দ্রে বিমান হামলার ঘটনা ঘটে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, থাই যুদ্ধবিমান ক্যাসিনো হাবকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে।
থাইল্যান্ড অবশ্য এই দাবি অস্বীকার করে জানিয়েছে, তারা কম্বোডীয় সেনাবাহিনীর একটি গুদামে হামলা চালিয়েছে, যেখানে রকেট মজুত ছিল। বেসামরিক হতাহতের খবর অস্বীকার করেছে থাই বিমান বাহিনী।
এই পরিস্থিতিতে শান্তির দাবিতে নমপেনে বিক্ষোভ করেছেন কম্বোডিয়ার নাগরিকরা। আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানান তারা।
মালয়েশিয়ার উদ্যোগে আগামী ২২ ডিসেম্বর কুয়ালালামপুরে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে উভয় দেশ সম্মত হয়েছে। সেখানে পরিস্থিতি শান্ত করতে পর্যবেক্ষক মোতায়েনের বিষয়টি চূড়ান্ত হতে পারে।
বিআলো/শিলি



