সীমান্ত নিরাপত্তার পাশাপাশি গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াল বিজিবি
আবুল হাসনাত তুহিন, ফেনী: ফেনীতে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সীমান্তবর্তী এলাকার গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। মানবিক দায়িত্ববোধ থেকে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) ও এর উপ-শাখা সীপকস, ফেনীর ব্যবস্থাপনায় রোববার (১১ জানুয়ারি) সকালে জেলার ফুলগাজী উপজেলার খেজুরিয়া সীমান্তবর্তী এলাকায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এ সময় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক (সিইও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিজিবি সবসময় মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। এর আগেও ফেনী ব্যাটালিয়ন বন্যাকালীন উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও শীতসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থেকে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে কাজ করে যাবে—ইনশাআল্লাহ।
বিআলো/ইমরান



