সুনামগঞ্জে নির্বাচন নিয়ে অবহিতকরণ সভায় সেলাই মেশিন বিতরণ
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে এ সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অগণিত মহিলাদের উপস্থিতিতে অবহিতকরণ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মামুন আল সালেহ। গীতা পাঠ করেন রিয়া চক্রবর্তী। উক্ত অবহিতকরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রেজাউল আলম। সভাপতির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার। তিনি উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল মহিলা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নির্বাচনকে সফল করবেন। কারণ দেশের জনসংখ্যার মধ্যে অর্ধেক হচ্ছে নারী।
নারীরা কিছুতেই পিছিয়ে থাকবেন না। ভোট দিতে সকলে অংশগ্রহণ করবেন। এ আশাবাদ ব্যক্ত করে তিনি মহিলাদের ধন্যবাদ জানান। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের শিশু অধিকার কর্মকর্তা মেহেদী হাসান পলকের সঞ্চালনায় অনুষ্ঠানের শেষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সেলাই প্রশিক্ষণার্থী ১০ জন সফল মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
বিআলো/আমিনা



