সুনামগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
dailybangla
13th Sep 2025 1:56 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জেলা প্রশাসনের ২ কর্মচারী নিহত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের জয়কলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শব্দর আলী (৩০) ও জুয়েল মিয়া (৩৩)। তারা দুজনেই জেলা প্রশাসনের কর্মচারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে চড়ে পেশাগত কাজে যাচ্ছিলেন শব্দর আলী ও জুয়েল মিয়া। পথে সুনামগঞ্জগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শব্দর আলী মারা যান। গুরুতর আহত জুয়েল মিয়াকে সিলেট নেয়ার পথে তিনি মারা যান।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিআলো/শিলি