• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সুনামগঞ্জ জেলায় টিআরসি নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ 

     dailybangla 
    17th May 2025 5:10 am  |  অনলাইন সংস্করণ

    সুমন সরদার: সুনামগঞ্জ জেলার পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ১৫ মে বৃহস্পতিবার রাত ৮টায় প্রকাশ করা হয়েছে।

    এই নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা, যোগ্যতা ও মেধাক্রমের ভিত্তিতে মোট ৩৪ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে পুরুষ ৩১ জন ও নারী ৩ জন। পাশাপাশি অপেক্ষমাণ তালিকায় পুরুষ ৫ জন ও নারী ১ জন প্রার্থী রাখা হয়েছে।

    এর আগে ১৪ মে সকালে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮৯ জন প্রার্থীর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা ১৪ ও ১৫ মে দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশ পুলিশের এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে পিছিয়ে থাকা ও অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মেধাবী তরুণরা নিজেদের প্রমাণের সুযোগ পেয়েছেন।

    সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার নির্বাচিত সকল প্রার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ ও পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক প্রার্থীদের মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে।

    উল্লেখ্য, এই নিয়োগ প্রক্রিয়ায় সর্বমোট ৮২৬ জন প্রার্থী কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষায় অংশ নেন। এদের মধ্য থেকে ৪০৯ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান এবং শেষপর্যন্ত ৮৯ জন মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930