• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সুন্দরবনের করমজলে দুর্ঘটনাকবলিত পর্যটকবাহী জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার 

     dailybangla 
    04th Jan 2026 7:34 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক : সুন্দরবনের করমজল এলাকায় দুর্ঘটনায় পতিত একটি পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌ-পুলিশ।

    রবিবার (৪ জানুয়ারি ২০২৬) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

    তিনি জানান, গত ১ জানুয়ারি ২০২৬ তারিখ বৃহস্পতিবার “Pirates of Sundarban” নামক একটি পর্যটকবাহী জাহাজ খুলনা থেকে ২ জন চীনা নাগরিকসহ মোট ৪৪ জন পর্যটক নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রাপথে ৩ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সুন্দরবনের করমজল সংলগ্ন এলাকায় একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হলে জাহাজটিতে ছিদ্র সৃষ্টি হয় এবং দ্রুত পানি প্রবেশ করতে শুরু করে।

    এ সময় জাহাজে থাকা এক পর্যটক তাৎক্ষণিকভাবে বিষয়টি বাংলাদেশ কোস্ট গার্ডকে অবহিত করেন। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ড বেইস মোংলা ও কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া থেকে পৃথক দুটি উদ্ধারকারী দল স্পিডবোটযোগে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।

    অভিযানে কোস্ট গার্ড নারী ও শিশুসহ মোট ২৪ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসে। অপরদিকে, নৌ-পুলিশের সহযোগিতায় বাকি ২০ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, নৌপথে যাত্রী ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031