সুন্দরবনে অরণ্য ছায়া রিসোর্টে পর্যটক অসুস্থ: কোস্ট গার্ডের দ্রুত চিকিৎসা সহায়তা
“মধ্যরাতের বিপদে ভরসা হলো কোস্ট গার্ড”
নিজস্ব প্রতিবেদক: সুন্দরবনের বানিয়াশান্তায় অরণ্য ছায়া রিসোর্টে অসুস্থ এক রোগীকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (৩০ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার রাত ১টার দিকে রিসোর্টে অবস্থানরত এক ব্যক্তি হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সহায়তা চাইলে কোস্ট গার্ড বিষয়টি অবগত হয়।
খবর পাওয়ার পরপরই কোস্ট গার্ড বেইস মোংলা থেকে একটি মেডিক্যাল টিম দ্রুত হাই স্পিড বোটে রওনা হয়। তারা ঘটনাস্থলে পৌঁছে রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে রোগীকে হাই স্পিড বোটযোগে মংলা ঘাটে আনা হয় এবং সেখানে তার নিকট আত্মীয়ের কাছে হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, জনসেবায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
বিআলো/তুরাগ