সুন্দরবনে হরিণ শিকারের ১২০ মিটার ফাঁদ উদ্ধার
মুশফিকুর রহমান (কয়রা) খুলনা: সুন্দরবনের গভীর অংশে পরিচালিত বিশেষ অভিযানে হরিণ শিকারের জন্য পাতানো ১২০ মিটার দীর্ঘ একটি ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (২০ জুলাই) সকালে খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশন ও হড্ডা বন টহল ফাঁড়ির যৌথ অভিযানে শিবসার বাওনের ১ নম্বর খাল এলাকা থেকে ফাঁদটি উদ্ধার করা হয়।
অভিযানটি নেতৃত্ব দেন নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ শমসের আলী। বিষয়টি নিশ্চিত করে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শামীম রেজা মিটু জানান, “উদ্ধারকৃত ফাঁদটি হরিণ শিকারের উদ্দেশ্যে পাতানো হয়েছিল এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
তিনি বলেন, “সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিতভাবে বন বিভাগের অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনে হরিণসহ যেকোনো ধরনের বন্যপ্রাণী শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২’ অনুযায়ী এই ধরনের কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ। সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় শিকার প্রতিরোধ অত্যন্ত জরুরি।
বন বিভাগের পক্ষ থেকে সাধারণ জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। কেউ যদি বনের ভেতর বা আশেপাশের এলাকায় সন্দেহজনক কিছু লক্ষ্য করেন, তাহলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে।
বিআলো/তুরাগ